যে মেডিসিন গুলো আপনি সব সময় আপনার পাশে রাখবেন।


১। হেক্সিসল(২৫০ এম এল)
এটি একটি  জীবাণু  নাশক  তরল । শরীরের কোন স্থানে বিষাক্ত কিছু লাগলে বা চুলকালে তুলার সাহায্যে লাগিয়ে পরিস্কার করুন।
২। পভিসেপ/ভায়োডিন
আমাদের শরীরের কোথাও কেটে গেলে বা ফেটে গেলে তুলা দিয়ে লাগিয়ে ভালভাবে পরিস্কার করতে হবে। তারপর শক্ত করে চেপে ধরে রক্ত বন্ধ করতে হবে। তারপর পভিসেপ বা ভয়োডিন তুলাতে লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে বেধে দিতে হবে।
৩। বার্ন ক্রিম/ সিল ক্রিম
শরীরের কোথাও পুড়ে গেলে বা ঝলসে গেলে আক্রান্ত স্থানে প্রলেপ লাগিয়ে দিতে হবে।
৪। ক্লোফেনাক জেল
শরীরের কোথাও ব্যাথা করলে বা ব্যাথা পেলে ব্যাথা পাওয়া জায়গায় এই জেল দিয়ে মালিশ করে দিতে হবে।
৫। নিক্স ক্রিম
মাথা ব্যাথা করলে কপালে ভাল ভাবে লাগাতে হবে।
৬। নাপা ট্যাবলেট/এইস ট্যাবলেট
মাথা ব্যাথা,শরীর ব্যাথা,জ¦র অনুভব করলে খাবেন।
৭। ট্যাবলেট এন্টাসিড প্লাস
বুকে জ¦ালাপোড়া ,পেট ফোলা ভাব,বমি বমি ভাব বা অ¤øজনিত সমস্যার কারনে খাবেন।
৮। মাইক্রোপোর/মেডিকেল টেপ
ব্যান্ডেজ আটকানোর কাজে ব্যবহার করতে হয়।
৯। ওয়ান টাইম ব্যান্ডেজ
কোথাও সামান্য কেটে গেলে পভিসেপ+তুলা দিয়ে পরিস্কার করে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিবেন।ৎ
১০। প্যারাফিন গজ ড্রেসিং
বেশি পরিমান পুরে গেলে পোড়া স্থানে প্যারাফিন গজ ড্রেসিং লাগিয়ে দিবেন।
১১। রেক্টিফাইড স্পিরিড
কেটে গেলে বা কোথাও ক্ষত হলে পরিস্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
১২। ড্রপ বেটাসন এন
চোখে কোন ময়লা গেলে,জ¦ালা করলে অথবা চুলকালে চোখের ভিতর একফোটা করে দিতে হবে।
১৩। মেডিকেল তুলা
ড্রেসিং করার কাজে ব্যবহার করতে হবে।
১৪। ওরস্যালাইন
শরীরে পানি স্বল্পতা হলে বা ডায়রিয়া হলে পানিতে গুলিয়ে খেতে হয়।

Comments

Popular Posts