বিদ্যুৎ বিল গনণার পদ্ধতি

আমরা জানি, ১০০ ওয়াট  এর একটি লাইট ১০ঘন্টা জ্বলিয়ে রাখলে ১ ইউনিট বিদুৎ খরচ হবে।
উপরের  সূত্র ব্যবহার করে সকল পণ্যের বিদ্যুৎ খরচের হিসাব বের করা সম্ভব।
চলুন শুরু করা যাক,
ধরি, একটি লাইট ৮৫ ওয়াট । প্রশ্ন হল, লাইটটি কতক্ষন জ¦ললে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করবে?
আমরা জানি,
১০০ ওয়াট ྾১০ ঘন্টা= ১০০০ হলে,
৮৫ ওয়াট কে এমন একটি সংখ্যা দিয়ে গুন করতে হবে যেন তাদের গুনফল ১০০০ হয় ।
চলুন একে ঘুরিয়ে বলা যাক, যদি ১০০০  কে  ৮৫ দ্বারা ভাগ করা যায় তাহলে যে ফলাফলটি আসবে তাই ঘন্টা ।
১০০০/৮৫ =১১.৭৬ ঘন্টা প্রায়
তাহলে এখন হিসাব করি ৮৫ ওয়াট ྾    ১১.৭৬ ঘন্টা =৯৯৯.৬ প্রায়
আমরা জানতে পারলাম  ৮৫ ওয়াট এর একটি লাইট ১১.৭৬ ঘন্টা ব্যবহার করলে  ১ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
এবার ১ মাসে(৩০দিন) লাইটটি কত বিদ্যুৎ খরচ করে তা বের করার চেষ্টা করব।
ধরি, লাইটটি প্রতিদিন ১৩ ঘন্টা জ¦লে
তাহলে ১ মাসে জ¦লবে ১৩ ྾ ৩০=৩৯০ ঘন্টা
১১.৭৬ ঘন্টায় বিদ্যুৎ  খরচ হয় ১ ইউনিট
৩৯০ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় ৩৯০/১১.৭৬=৩৩.১৬ ইউনিট
এবার জানতে পেরেছি লাইটটি ১মাস জ্বললে ৩৩.১৬ ইউনিট বিদ্যুৎ খরচ করবে।
এবার কত টাকা খরচ করবে তা জানার চেষ্টা করব।
১ ইউনিট=৫ টাকা হলে,
৩৩.১৬ইউনিট=৩৩.১৬ ྾৫=১৬৫ টাকা
এইভাবে আমরা আমাদের ব্যবহৃত যন্ত্রাংশের বিদ্যুৎ খরচ বের করতে পারি।

Comments