ইলেকট্রনিক্স পণ্য কেনার কৌশল

ইলেকট্রনিক্স পণ্য কিনতে গেলে আমাদের টেনশনে মাথা ঘোরে এত এত কোম্পানীর ভিড়ে কোন কোম্পানীর কোন পণ্যটি ক্রয় করবেন ? যদি কেউ একজন পরামর্শ দেয় এই বলে যে, আপনি জাপানী পণ্য ক্রয় করুন। ঠিক তখনি আবার নতুন প্রশ্ন উদয় হয়। জাপানী কোম্পানী তো অনেক রয়েছে । তাহলে এখন কি করব ? 


জি আপনার জ্ঞ্যতার্থে বলছি একটি মানসম্পন্ন  কোম্পানীর  সব পণ্যই মানসম্পন্য হয়না । একটি গুণগত মানসম্পন্ন  হলে অন্যটি সাধারন মানসম্পন্ন হয়।  এটা আপনাকে বুঝতে হবে।

 ধরুন একটি জাপানী কোম্পানী দুটি মোবাইল বাজারজাত করল । একটি টাচ অন্যটি বাটন । টাচ মোবাইলটি প্রচুর ক্রেতা প্রিয়তা পেল অন্যদিকে বাটন মোবাইলটি কোন মতে চলছে । ক্রেতার মতামত চাইলে বলবে টাচ মোবাইলটি  কিনতে পারেন। বাটন টা ভালো না। এতে আমরা কি শিখলাম ?

 কোম্পানী জাপানী, মোবাইল  দুটোই ভাল । কিন্তু একটির তুলনায় অন্যটি বেশি ভালো।সেক্ষেত্রে যেটি বেশি ভাল সেটি ক্রয় করবেন পক্ষান্তরে যেটি কম ভাল সেটি বর্জন করাই উত্তম। 

কোন কোম্পানীর কোন পণ্যটি বেশি ভালো তুলে ধরা হলঃ

সনি

 সনি একটি জাপানী কোম্পানী তাদের টিভি গুনগত মানসম্পন্য । তাদের এলএইডি /এলসিইডি খুব ভাল ।

ফুজি

একটি জাপানী কোম্পানী । ক্যামেরার জন্য বিখ্যাত।

শার্প

জাপানী কোম্পানী । ফ্রিজ,ওভেন, লাইট ক্রয় করতে পারেন।

ডাইকিন

এসির জন্য ভাল । সিঙ্গাপুরের কোম্পানী ।

সিটিজেন

ক্যালকুলেটর খুব ভালো বানায় ।

ক্যাঙ্গারু

পান্স মেশিন,স্টেপলার । স্টেশনারী পণ্য উন্নত মানের ।

অজন্তা

দেওয়াল ঘড়ি ভাল বানায় 

টেটো

বেসিন সহ  ওয়াশরুমের সিরামিক পণ্য ভাল।


Comments