ধাক্কা পার্টি থেকে সাবধান থাকুন

রাস্তা দিয়ে চলাচলের সময়  সামনে থেকে হঠাৎ একজন আপনাকে ধাক্কা দিল তারপর তার হাতে থাকা মূল্যবান কোন বস্তু যেমন মোবাইলটা মাটিতে পড়ে ভেঙ্গে গেল । তাহলে বুঝবেন আপনি ধাক্কা  পার্টির খপ্পরে পড়েছেন।




 বিস্তারিত 

 ্রএ্ই পার্টির সদস্যরা রাস্তা দিয়ে চলাচলরত মানুষের দিকে নজর রাখে । তারা থাকে সংখ্যায় ৫-৭ জন। তাদের লক্ষ্য থাকে ফাকা রাস্তায় চলাচলরত মানুষের দিকে ,যদি দেখে ফাকা রাস্তায় কেউ চলাচল করছে তাহলে তাদের একজন সদস্য দূর থেকে কাছে এসে  আপনাকে সামনা-সামনি  গা-ঘেসে ক্রস করার চেষ্টা করবে। যখনই আপনি সামনে এসে যাবেন তখন ইচ্ছা করে আপনার শরীরে ধাক্কা খেয়ে নিজের হাতের মোবাইলটা ফেলে দিবে। এমন ভাবে করবে আপনি বুঝতেই পারবেন না। তারপর আপনি দূঃখিত বলতে গেলেই উনি বলবে আমি অনেক কষ্ট করে মোবাইলটা কিনছি,আর কিনতে পারব না । ঠিক তখনই তাদের গ্যাংয়ের বাকী সদস্য  অাপনাকে ঘিরে বলবে ,ভাই কি হইছে ? আরে আপনি তো উনার মোবাইল  ভেঙ্গে ফেলছেন। এতো দামী মোবাইল । তখন যার মোবাইল  ভেঙ্গেছে উনি বলবে আমাকে মোবাইল কিনে দেন না হলে আপনাকে যেতে দিবনা। তার সাথে সবাই বলে উঠবে হমম আপনারই দোষ আপনি গরীর মানুষের কষ্টের টাকায় কেনা মোবাইলটা ইচ্ছা করে ভেঙ্গে দিয়েছেন। এখন কিনে দেন।তাহলে বুঝবেন আপনি ধাক্কা পার্টির খপ্পরে পড়ছেন। ওদের কাছে ছুরি থাকতে পারে তা দিয়ে আপনাকে আঘাত করতে পারে তাই রিস্ক নিয়েন না ।  কেউ  যখন ছিনতাই করতে আসে তখন তার কাছে ছুরি থাকবেই । তাই বিকাশে টাকা আনার জন্য মোবাইলে কথা বলতে হবে অনুমতি নিয়ে 999 এ  কল দিন তারপর তাদের কে সব খুলে বলুন । তারপর বলুন টাকা দিয়ে আমাকে ছুটিয়ে নিয়ে যেতে । দেখবেন পুলিশ এসে টাকা দিয়ে আপনাকে ছুটিয়ে নিয়ে যাবে। আর ওদের ধরেও ফেলবে। সাবধানে সব করবেন। যদি মনে করেন আপনার পক্ষে সম্ভব না, তাহলে টাকা দিয়ে নিরাপদে চলে আসুন ।তারপর থানায় জানান। 

Comments